25 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান শুরু

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান শুরু

জুলাই স্মৃতি ফাউন্ডেশন

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ শুরু করেছে, এর মাধ্যমে আমরা একটি সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো  বলেছেন, সামাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই অভ্যুত্থানে আহত তিনটি পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

রবিবার(২২ সেপ্টেম্বর) রাজধানীর সিএমএইচ হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানে আহত চিকিৎসাধীন তিনজনের পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন সামাজকল্যাণ উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

উপদেষ্টা বলেন, আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। আজ আনুষ্ঠানিকভাবে অনুদান প্রদান কার্যক্রম শুরু হলো। আগামীকাল সোমবার থেকে সারাদেশে এই অনুদান প্রদান কার্যক্রম শুরু হবে।

আহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকার চেক দেয়া হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ