21 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী দিসানায়েকে

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী দিসানায়েকে

Srilanka

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন বামপন্থি রাজনীতিক অনুরা কুমার দিসানায়েকে। রোববার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় রাউন্ডের গণনার পর ইতিহাস সৃষ্টি করে তিনি জয় লাভ করেন।

এর আগে বিকেলে প্রথম রাউন্ডের গণনায় কোনো প্রার্থীই মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি। এ রাউন্ডে দিসানায়েকে পেয়েছিলেন ৪২.৩১ শতাংশ ভোট। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা পান ৩২.৭৬ শতাংশ ভোট।

অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মাত্র ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। আর এ কারণে দ্বিতীয় রাউন্ডে তার অংশগ্রহণের সুযোগ ছিল না।

শনিবারের এ নির্বাচনে ১ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। তবে রাতের বেলা পুলিশ ‘জননিরাপত্তা’র কথা উল্লেখ করে কারফিউ ঘোষণা করেছিল, যা রবিবার দুপুরের দিকে প্রত্যাহার করা হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ