বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। রোববার (২২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির নাম আবুল হোসাইন (৩৭)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২১ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৫ জন। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন আট জন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫১ জন। এর মধ্যে ৬৭১ জন নগরীর ও ৪৮০ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী