32 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১


বিএনএ ডেস্ক : ইরানের  খোরাশানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে  নিহত ৫১ জন নিহত হয়েছে। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ৯টায় ঘটা এ বিস্ফোরণের পর থেকে অনেকে নিখোঁজ রয়েছেন। কয়লা খনিতে দু’টি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনাটির কারণ।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারে এবং তাঁদের পরিবারকে সহায়তা দিতে সব প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

২০১৩ সালে  ২টি পৃথক খনিতে ১১ শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ