33 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় অভ্যন্তরীণ কারণে আজও বন্ধ ১৯ কারখানা

আশুলিয়ায় অভ্যন্তরীণ কারণে আজও বন্ধ ১৯ কারখানা

আশুলিয়ায় অভ্যন্তরীণ কারণে আজও বন্ধ ১৯ কারখানা

বিএনএ,ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা আজ চালু আছে। তবে অভ্যন্তরীণ কারণে আজও শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত ১৯টি কারখানা। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এলাকায়। সকাল থেকে খোলা কারখানার শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। উৎপাদনও চালু আছে পুরোদমে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দুপুর পর্যন্ত।

শিল্প পুলিশ জানায়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রায় সব কারখানা চালু রয়েছে। তবে নানা সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৫টি কারখানা এবং আরও ৪টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। গতকাল অন্তত ১৬টি কারখানা বন্ধ ছিল।

এ মাসের শুরু থেকে শ্রমিকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা বিরাজ করছিল। গত সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ