17 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভারত-বাংলাদেশ সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের সংবর্ধনা

ভারত-বাংলাদেশ সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের সংবর্ধনা

ভারত-বাংলাদেশ সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের সংবর্ধনা

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে ভারত-বাংলাদেশ সাইকেল র‌্যালি পৌঁছায়। এতে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছালে তাদের সংবর্ধনা দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

গত ১৫ সেপ্টেম্বর সাইকেল র‌্যালিটি ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ হয়ে আগামী ২৮ সেপ্টেম্বর নোয়াখালী গান্ধী আশ্রমে গিয়ে সমাপ্ত হবে।

সাইকেল র‌্যালিতে ভারতের ৫০ জন ও ইংল্যান্ডের ২ জন নাগরিক রয়েছে।

আরও পড়ুন:

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, জেলা কৃষক লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারত-বাংলাদেশ সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের সংবর্ধনা
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাহিতে শ্রদ্ধা নিবেদন

এর আগে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের নিয়ে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাহিতে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বিএনএনিউজ/ মমিনুল ইসলাম বাবু, বিএম

Loading


শিরোনাম বিএনএ