বিএনএ, যশোর: যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আসাদুল গাজী (১৮) নামে এক জাহাজ কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুল গুয়াখোলা গ্রামের রেলবস্তির আশরাফুল গাজীর ছেলে। তিনি পেশায় জাহাজের স্কট ছিলেন বলে জানা গেছে।
নিহতের বাবা আশরাফুল গাজী বলেন, আসাদুল জাহাজের স্কট হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তাকে বাড়িতে রেখে তিনি তাবলিগ জামাতে চলে যান। আজ শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরে তালা দেওয়া। কিছু সময় পর জানতে পারেন ট্রেনের ধাক্কায় তার ছেলে মারা গেছেন। রেললাইনের পাশে মরদেহ পড়ে আছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আসাদুল গাজী ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন বলেন, নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন প্রফেসরপাড়া এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনএনিউজ/বিএম/এইচ এ মুন্নী