বিএনএ, ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শে শুক্রবার(২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে বাদ জুমা সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সেখানে দলের চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হবে।
খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে, স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত রোববার রাতে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। পরে আবার তাকে কেবিনে দেওয়া হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
বিএনএ/ ওজি/এইচ এ মুন্নী