35 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা


বিএনএ, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় সরকারপ্রধানদের সম্মানে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এ অভ্যর্থনা অনুষ্ঠান হয়।

অভ্যার্থনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ বিষয়ে রাতে হোটেল লোটে প্যালেসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দেখা হয়েছে, আলাপ হয়েছে, ছবি হয়েছে। দুই জনই, মিস্টার অ্যান্ড মিসেস বাইডেন, উনারা উনাকে (শেখ হাসিনা) সাদরে স্বাগত জানান। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেন।”

আব্দুল মোমেন বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে তাঁরা কী বিষয় নিয়ে কথা বলেছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে বলেননি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। লন্ডনে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ