Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মীর মৃত্যু
সব খবর

মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মীর মৃত্যু

বোয়ালখালীতে ঘরের গেইট চাপা পড়ে শিশুর মৃত্যু

বিএনএ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মুক্তারপুর  ফেরিঘাট এলাকায় বিএনপিও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ শাওন (২০) নামের এক যুবদল কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের  ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি আরও জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে মুন্সিগঞ্জ মুক্তারপুরে সংঘর্ষে মাথায় আঘাত পান শাওন। ওই দিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল এনে ভর্তি করানো হয়।বুধবার হাসপাতালে শাওনের বন্ধু নাহিদ খান জানান, শাওন মিশুক গাড়ি চালক। পাশাপাশি যুবদলে কর্মী হিসেবে কাজ করতো। তিনি বিএনপির সমাবেশে গিয়ে আহত হন। তার বাড়ি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম মো. সোহরাব আলী। শাওনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।