বিএনএ, ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছে । এদের মধ্যে একজন করোনায় ও অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃতরা হলেন- পাবনার বস্তারপুর গ্রামের আফরোজা (৩০) ও কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার নুরুজ্জামান (৪৭)। এদের মধ্যে আফরোজা করোনা আক্রান্ত হয়ে সাতদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে তিনদিন ছিলেন নুরুজ্জামান।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
বর্তমানে হাসপাতালের ৩০ নম্বর করোনা ওয়ার্ডে ২৪ বেডের বিপরীতে ১০ রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে করোনা পজিটিভ ছয়জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।
রাজশাহী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ৬০ শতাংশ।
বিএনএ/ ওজি