বিএনএ ঢাকা: পরীক্ষামূলকভাবে ৪৬ বাংলাদেশি যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাত গেছে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমানবন্দরে করোনা পরীক্ষা করে ‘নেগেটিভ’ রিপোর্ট পাওয়ার পর ফ্লাইটের যাত্রীদের প্লেনে চড়তে দেয়া হয়।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান। তিনি জানান, বিমানবন্দর এলাকায় একটি মোবাইল ল্যাবে তাদের করোনা পরীক্ষা হয়েছে। নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের বোর্ডিং করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। এমিরেটসের ফ্লাইটটি আমিরাতের দুবাই শহরে যাবে।
এদিকে, আমিরাত সরকারের নতুন বিধিনিষেধ জারির পর পরীক্ষামূলকভাবে দেশটিতে ৫০ জন যাত্রী পাঠানোর প্রস্তাব দেয় দেশটির সিভিল এভিয়েশন। পরীক্ষামূলক পরিস্থিতি সন্তোষজনক হলে নিয়মিত যাত্রী নেয়ার বিষয়টি নিশ্চিত করবে বলে জানায় তারা।
এর আগে ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, এএমজেড হাসপাতাল লিমিটেড, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
বিএেএনিউজ/আরকেসি