29 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: ৯০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: ৯০ হাজার টাকা জরিমানা


বিএনএ, চট্টগ্রাম : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করায়  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  ভ্রাম্যমান আদালত নগরীর সদরঘাট ও পাহাড়তলী থানা এলাকা তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।বুধবার(২২ অক্টোবর) সকালে নগরীর সদরঘাট ও পাহাড়তলী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

চসিক সূত্রে জানা যায়, নগরীর পাহাড়তলী থানাধীন কর্নেল জোনস রোড লাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন এবং বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে  ভ্রাম্যমান আদালত বিউটিফুল সুপার বেকারীকে ৫০ হাজার, তামান্না বেকারীকে ২০ হাজার ও দেশ ফুডকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সঙ্গে ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ