20 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ময়মনসিংহে পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ধর্ষণ মামলা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে সাদ্দাম হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।অভিযুক্ত সাদ্দাম হোসেন জেলার গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত আছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাসিজুল ইসলাম ভিক্টিমের জবানবন্দি শেষে মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মতিউর রহমান ফয়সাল।

এ বিষয়ে এডভোকেট মতিউর রহমান ফয়সাল বলেন, পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা আবেদন করলে আদালত তা গ্রহণ করে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বর্ণনায় জানা যায়, ভিক্টিম (২১) একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত তাকে প্রেমের ছলে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক যুবতীকে ধর্ষণ করে। পরে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ জুলাই ধর্ষণ করে।

এদিকে, ওই ভিক্টিম বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন এড়িয়ে যায়। পরে ওই ভিক্টিম তার পরিবারকে বিস্তারিত জানায়। পরে ভিক্টিমের পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বিচার প্রার্থী হলে একাধিক দেন-দরবার করে কোন সমাধান করতে না পারায় অবশেষে আদালতে মামলা করেন।

এ বিষয়ে জানতে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের নাম্বারে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ