বিএনএ ডেস্ক: চলতি বছরের শেষ দিকে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে। এর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজারের ও ১৮ লাখ ডোজ মডার্নার।
বুধবার(২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক আইডতে লিখেছেন, কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দের অংশ হিসেবে ১৮ লাখ ডোজ মডার্নার টিকা এবং যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া ৭১ লাখ ডোজ ফাইজারের টিকা বরাদ্দ পাওয়া গেছে। এসব টিকা চলতি বছরের শেষ প্রান্তিকে পাঠানো হবে। এই সময়ের মধ্যে আরও টিকা বরাদ্দ পাওয়ার আশা করেন তিনি। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম।
উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রতিরোধে অক্টোবর মাস থেকে আবার গণটিকা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামি চার থেকে পাঁচ দিনের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতি মাসে প্রায় ২ কোটি টিকা দেয়া হবে বলেও জানায় তারা।
বিএনএনিউজ/আরকেসি