24 C
আবহাওয়া
৯:১১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে না বাংলাদেশ

পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে না বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলের পর পাকিস্তানের ক্রিকেট যখন সংকটের মুখে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করেছিল বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মূহুর্তে পাকিস্তানে কোন ক্রিকেট দল পাঠানোর পরিকল্পনা তাদের নেই।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাবে না বলে ঘোষণা দেয়ার পর পাকিস্তান ভীষণ ক্ষুব্ধ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাদের এই ক্ষোভ খোলাখুলিভাবেই প্রকাশ করছেন। পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় যখন এ নিয়ে ইংল্যান্ডের সিদ্ধান্তের সমালোচনা করছিলেন, তখন সেখানে কথা প্রসঙ্গে বাংলাদেশ এ দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে কথা বলেন।

এর পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের ক্রিকেট দলের সম্ভাব্য সফর নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারশেন্সের প্রধান জালাল ইউনুস এরকম প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেন। কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফরের যাওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

তিনি বলেন, “বাংলাদেশ দলের খেলোয়াড়রা সবাই ছুটিতে আছে। অক্টোবরের চার তারিখে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে। এখন এটা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এটা নিয়ে কিছুই ভাবছে না। বাংলাদেশের ‘এ’ দলের বিভিন্ন সফর থাকে, কিন্তু এখন এরকম কোন পরিকল্পনা নেই।”

যা বলেছেন রমিজ রাজা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেছেন যে, নিউজিল্যান্ড-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা ক্রিকেট শক্তি জোট বেঁধে পাকিস্তানের ক্রিকেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

এতে তিনি বলেন, তিনি প্রত্যাশা করছিলেন ইংল্যান্ড এই কঠিন সময়ে পাকিস্তানের সাথে থাকবে। “ইংল্যান্ডের এই ঘোষণায় আমি হতাশ, কিন্তু এটা প্রত্যাশিত ছিল। দুর্ভাগ্যবশত পশ্চিমা দেশগুলো এক হয়ে নিজেদের সিদ্ধান্তকে সমর্থন করে থাকে।”

রমিজ রাজা তার ভিডিও বার্তার শেষের দিকে বলেন, “এখন আমাদের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট এগিয়ে নেয়ার। আমাদের হাতে অপশন ছিল। জিম্বাবুয়ের সাথে কথা হয়েছে, বাংলাদেশের সাথে কথা হয়েছে। বাংলাদেশ বি টিম পাঠাতে চেয়েছে। কিন্তু এখন মরিয়াভাবে কোন কাজ করতে চাই না।”

উল্লেখ্য নিউজিল্যান্ড নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাদের সফর বাতিল করলেও ইংল্যান্ড ‘নিরাপত্তা’ শব্দটি উল্লেখ করেনি তাদের বিবৃতিতে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ক্রিকেট প্রতিনিধি আতিফ আজম মনে করেন, রমিজ রাজার বক্তব্যে বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ান ক্রিকেটে বেশ প্রভাব ফেলবে সাম্প্রতিক ঘটনাগুলো।

“এখন যে কোনও দেশ কাউকে হোস্ট করার আগে ভাববে।”

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড- এই দুটি দলের সফর বাতিলের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আনুমানিক ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ