বিএনএ, বিশ্বডেস্ক : অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে সরকারি গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা দেরানা এ তথ্য জানিয়েছে।
টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়, স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রনিল বিক্রমাসিংহের লন্ডন সফরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে কলম্বোয় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক সংকটে জনপ্রিয় আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষ পালিয়ে গেলে তিনি ক্ষমতায় আসেন। অর্থনৈতিক পুনরুদ্ধারে ভূমিকা রাখায় তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন।
এছাড়া তিনি ১৯৯০-এর দশক থেকে ছয় দফায় প্রধানমন্ত্রী ছিলেন।
বিবিসি সিনহালার তথ্য অনুযায়ী, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকাকালে ২৩ বার বিদেশ সফর করেন। এসব সফরে ব্যয় হয় ৬০০ মিলিয়ন রুপি (প্রায় ২০ লাখ ডলার)।
শুক্রবারের গ্রেপ্তার মূলত ২০২৩ সালে যুক্তরাজ্যে তার এক সফরকে কেন্দ্র করে। কিউবায় জি-৭৭ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি লন্ডনে থামেন এবং স্ত্রীসহ উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। সিআইডির অভিযোগ, এটি ছিল ব্যক্তিগত সফর, অথচ খরচ হয়েছে সরকারি অর্থে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিক্রমাসিংহে।
বিএনএনিউজ/এইচ.এম।