বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় টানা ভারী বর্ষণে বিভিন্ন জায়গায় পাহাড় ধস ও বন্যায় সাধারন মানুষের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের ত্রাণ সামগ্রী ও শুকনা খাবার বিতরণ করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অতিবৃষ্টির ফলে গুইমারা উপজেলার বাজারপাড়া, জালিয়াপাড়া, কালাপানি, বড়পিলাক, আমতলীপাড়া, হাজিপাড়া, সিন্দুকছড়ি, বাইল্যাছড়িসহ বিভিন্ন এলাকায় বন্যায় সাধারন মানুষ পানি বন্দি হয়ে পরে। এছাড়াও অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। সকাল থেকে যান চলাচল স্থগিত থাকলেও সেনাবাহিনী ও রেডক্রিসেন্টের সহযোগিতায় সড়ক যোগাযোগ স্বাভাবিক পরিস্থিতিতে আসে।
প্রাথমিক পর্যায়ে গুইমারা উপজেলায় ৬০ পরিবারকে শুকনা খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, চিনি, গ্যাস লাইটার ও মোমবাতি বিতরণ করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা প্রেস ক্লাব সভাপতি নুরুল আলমসহ রেডক্রিস্টের স্বোচ্চাসেবকগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম/এইচমুন্নী