20 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

বিএনএ, ঝিনাইদহ: ভারতীয় আগ্রাসন ও সকল প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন।

এ সময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে এবার রুখে দাড়ানোর উপযুক্ত সময়। প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশে মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। সময় হয়েছে ভারতের এসব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বক্তরা ফারাক্কাসহ বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে লাখ লাখ মানুষের জীবন ঝুকির মধ্যে ফেলে দিয়েছে।

পায়রা চত্বরে আয়েজিত সমাবেশে সমন্বয়ক আবু হুরায়রা বলেন, ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহবান জানান। তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা কঠোর হতে বাধ্য হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ
ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে চার দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

এদিকে, ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে চার দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবি আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে।

সকালে মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান।

বক্তরা বলেন, অবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আদালতের রায় ও মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে কোন বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চরণ করা হয়।

বিএনএনিউজ/ আতিকুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ