বিএনএ, ঢাকা: মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থা থেকে মোটামুটি সক্রিয় হওয়ায় মঙ্গলবার (২২ আগস্ট) থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। তবে বুধবার (২৩ আগস্ট) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, যা চলতি আগস্ট মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে বুধবার থেকে মূলত দেশজুড়ে বৃষ্টি বেশি বাড়তে পারে। বুধবার থেকে বৃষ্টি বেড়ে এ মাস পুরোটাই থাকতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
বিএনএনিউজ/বিএম