16 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ১ লাখ ৮৫ হাজার জরিমানা

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ১ লাখ ৮৫ হাজার জরিমানা

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ১ লাখ ৮৫ হাজার জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় ৫ ব্যক্তিকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২২ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানী শেষে এ জরিমানা করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটা নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটার দায়ে মাে. আ. রহিমকে ৪০ হাজার টাকা, শ্রী রঘু দাশ গুপ্তকে ২০ হাজার ও সর্বসাং দাশ গুপ্তকে ২০ হাজার টাকা, বায়েজিদে রিদোয়ান হােসেনকে ৪৫ হাজার টাকা ও পাঁচলাইশে মাে.সামশুল হুদাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে জরিমানার টাকা আগামি ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ