17 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নতুন কক্ষ উদ্বোধন

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নতুন কক্ষ উদ্বোধন

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নতুন কক্ষ উদ্বোধন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আধুনিকায়ন কাজ চলমান রয়েছে।  রোববার (২২ আগস্ট) বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন কক্ষ উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মো.নুরুল হায়দার, এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি, সিনিয়র মেডিকেল অফিসার ডা. নওশাদ খান, ডা. রুমি দাশসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিরা।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি যথেষ্ট আন্তরিক। কোভিড কালিন এ সময়ে সিভিল সার্জনের নেতৃত্বে জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ডাক্তার, নার্স-কর্মচারিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা যুদ্ধে জয়ী হবো।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত