25 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দ্য হান্ড্রেডের প্রথম আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

দ্য হান্ড্রেডের প্রথম আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

দ্য হান্ড্রেডের প্রথম আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

বিএনএ,স্পোর্টসডেস্ক : দ্য হান্ড্রেডের প্রথম আসরের ফাইনালে বার্মিংহামকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ। শনিবার (২১ আগস্ট) রাতে রাতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

নির্ধারিত ১০০ বলে সাউদার্ন করে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান ।জবাবে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সমর্থ হয় বার্মিংহাম।

রান তাড়া করতে নেমে ব্রেভ সিমার ক্রেইগ ওভারটন ও জর্জ গার্টনের তোপে ১৪ রানে ২ উইকেট হারায় ফিনিক্স। এরপর লিভিংস্টোনের ব্যাটিং ঝড়। ডেবিস অসাধারণ  রান আউট করে লিভিংস্টোনের এই ঝড় থামান। আউটের আগে করেন ১৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। শেষে ক্রিস বেনজামিনের ২৩ ও বেনির ২০ রান শুধু ব্যবধান কমান। তাতে ১০০ বলে ফিনিক্স থামে ৫ উইকেটে ১৩৬ রানে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বার্মিংহামকে ১৬৯ রানের টার্গেট ছুড়ে দেয় সাউদার্ন। আইরিশ ওপেনার স্টার্লিংয়ের ৬১ ও হোয়াইটলির অপরাজিত ৪৪ রানের সুবাদে ১৬৮ রানের সংগ্রহ পায় তারা। এছাড়াও ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অ্যালেক্স ডেভিস। বার্মিংহামের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে।

ম্যাচ সেরার পুরষ্কার জিতেন পল স্টার্লিং।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ