বিএনএ, বিশ্বডেস্ক : রোববার (২২ আগস্ট) লাইভ আপডেট ফ্রম আল-জাজিরা, আফগানিস্তান।
আফগানিস্তান ও তালেবানের আজকের খবর:
## নিরাপত্তার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
## তালেবানের সাংস্কৃতিক কমিশনের আবদুল কাহার বালখি আল জাজিরাকে বলেছেন, নতুন আফগান ব্যবস্থা ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে। সরকার গঠনের জন্য আলোচনা চলছে।
## তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে তালেবানের সঙ্গে সংলাপ বজায় রাখার এবং আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে “ক্রমশ” দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
##তালেবান মুখপাত্র জানান, কাবুল যারা ছেড়ে যেতে চায় তাদের বাধা দিচ্ছেনা তালেবান। দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রগতি অর্জন করছে তারা ।
## আফগান সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানির ভাই হাশমত গনি আল জাজিরাকে বলেন, অস্থিতিশীলতা এড়াতে তালেবানদের আফগানিস্তানের দখল করা অপরিহার্য।
##সরকার গঠনের জন্য আলোচনা করতে মোল্লা বারদার এখন কাবুলে ।
বিএনএ/ওজি