স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিজেদের দল ঘোষণা করবে পাকিস্তান সিরিজের পরপরই। কেন্দ্রীয় চুক্তি পাকাপাকি হয়ে যাওয়ায় শ্রীলঙ্কাও শিগগিরিই দল ঘোষণা করবে।
বাংলাদেশ কবে দেবে বিশ্বকাপের দল? জাতীয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পরপরই বিশ্বকাপের দল দেবে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলগুলোর থেকে খেলোয়াড় ও অফিসিয়ালদের তালিকা চেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা পাঠাতে হবে। আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়ালের নাম চেয়েছে আয়োজকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে পহেলা সেপ্টেম্বর থেকে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ প্রতিযোগিতামূলক সিরিজ। এজন্য সম্ভাব্য সেরা খেলোয়াড়দের বাজিয়ে দেখে সেরা দল বেছে নিতে চান নির্বাচকরা। নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। সেই তালিকায় বড় কোনো পরিবর্তন আসবে না। উল্টো মূল দলে খেলোয়াড় সংখ্যা কমবে।
এজন্য সময় নিয়ে দল ঘোষণা করতে চান মিনহাজুল আবেদীন। তিনি বলেন,‘আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপের স্কোয়াড দেব। সম্ভাব্য সেরা দল আমাদের তৈরি আছে। যারা বিবেচনায় আছে তাদেরকে আমরা নিউ জিল্যান্ড সিরিজে রেখেছি। দুই একজন এদিক সেদিক হবে সেটা স্বাভাবিক। তবে বড় পরিবর্তন হবার সম্ভবনা নেই।’
করোনা মহামারীর সময়ে বাড়তি খেলোয়াড় রাখার সুবিধা দেয়নি আইসিসি। আইসিসি জানিয়েছে, ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি খেলোয়াড় রাখতে গেলে তার খরচ বহন করতে হবে বোর্ডগুলিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে খুশি নয় বিসিবি। তবে ঝুঁকি না নিয়ে বিসিবি নিজ খরচে বাড়তি ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে যাবে। ফলে খেলোয়াড় তালিকাটা হতে পারে ১৮ জনের। অস্ট্রেলিয়াও বাড়তি তিনজনকে দলভুক্ত করেছে। নিউজিল্যান্ড স্কোয়াডে আছে একজন।
নিউজিল্যান্ড স্কোয়াডের বাইরে নির্বাচকদের বিবেচনায় আছেন ওপেনার তামিম ইকবাল। দেশের সেরা ওপেনার এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তার ইনজুরি আপডেট নিয়ে তাকে দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
বাংলাদেশ স্কোয়াড (নিউজিল্যান্ড সিরিজ)
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
বিএনএনিউজ২৪/ এমএইচ