21 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ড্র করে পয়েন্ট হারাল বার্সা

ড্র করে পয়েন্ট হারাল বার্সা

ড্র করে পয়েন্ট হারাল বার্সা

বিএনএ ক্রীড়া ডেস্ক: লা লিগায় বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক ক্লাব বিলবাও। শনিবার(২১ আগস্ট) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে কম রাখলেও গোলের সুযোগ বেশি তৈরি করেছিল বিলবাও। তিন পয়েন্ট ছিনিয়ে নেয়ার জোর চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। আর বার্সেলোনাও হারতে হারতে কোনো রকমে ড্র করেই ফিরেছে।

ম্যাচের ছয় মিনিটের মাথায় লিড নিতে পারত বার্সা। সুযোগও এসেছিল। কিন্তু সহজ সুযোগটি নষ্ট করলেন গেল ম্যাচের নায়ক মার্টিন ব্র্যাথওয়েট।  ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাই লাইন থেকে পেছনে পাস দেন মেমফিস ডিপাই। ফাঁকায় দাঁড়ান ব্র্যাথওয়েটের কাজ ছিল কেবল বলে হালকা টোকা দিয়ে জালের দিকে ঠেলে দেয়া। কিন্তু বাজে শট নিয়ে গোল বারের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন তিনি। আর তাতেই বার্সার লিড নেয়া হলো না ।

এরপর ম্যাচের চিত্র পাল্টে দিল বিলবাও। একের পর এক আক্রমণে বার্সার রক্ষণের পরীক্ষা নিতে থাকল ইনাকি উইলিয়ামস-ইনিগো মার্টিনেজরা। ম্যাচের ১২ মিনিটে ওইহাও সানচেটের দারুণ এক শট ক্রসবারে লেগে ফিরে আসলে লিড নিতে পারেনি বিলবাও। মিনিট পাঁচেক পর উইলিয়ামস আর সানচেটের চাপে দিশেহারা হয়ে পড়ে বার্সা গোলরক্ষক নেতো। আর চাপে পড়েই ভুল পাসে প্রতিপক্ষকে বল দিয়ে দেন। সেখান থেকেই বল নিয়ে আক্রমণে যান উইলিয়ামস তবে তার শট দারুণভাবে ব্লক করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং।

প্রথমার্ধের শেষ দিকে বল জালে জড়িয়েও গোল পায়নি বার্সা। গোলের আগে ডি-বক্সের ভেতর ব্র্যাথওয়েট বিলবাওয়ের এক খেলোয়াড়কে ফাউল করলে আরাহোর দুর্দান্ত এক গোল বাতিল করে দেয় রেফারি। ডি-বক্সের ভেতর বাই সাইকেল শটে বল জালে জড়িয়ে উজ্জাপন করার আগেই তাকে থামিয়ে দেন রেফারি।

বিরতি থেকে ফিরেই ম্যাচের ৪৬তম মিনিটেই বার্সাকে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা করেন গার্সিয়া। ইনাকি উইলিয়ামসের বাড়ানো লং বল ধরে দারুণ এক শট নেন বিলবাও মিডফিল্ডার বেরেনগুয়ের। গোলরক্ষক নেতোকে পরাস্ত করতে পারলেও গোললাইন থেকে বল ফিরিয়ে বার্সাকে ম্যাচে ধরে রাখেন গার্সিয়া।

তবে, মিনিট চারেক পরে আর ইকার মুনিয়ানের অ্যাসিস্ট থেকে ইনিগো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে লিড নেয় বিলবাও। মধ্যমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মার্টিনেজ। এরপরে কোণায় থাকা মুনিয়ানকে বল বাড়ান। ফিরতি বল পেয়ে তা দুর্দান্ত শটে জালে জড়ান মার্টিনেজ।

এরপর ম্যাচের ৭৩ মিনিটে আলবার দারুণ এক পাস পেয়ে ডি-বক্সের কোণা থেকে লফটেড চিপে জালের দিকে বল ঠেলে দেন ডি ইয়ং। ক্রসবারে লেগে তার দারুণ এই প্রচেষ্টা ব্যর্থ হয় । কিন্তু দুই মিনিট পরেই জালের দেখা পায় বার্সেলোনা। রবের্তোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শট নেন ডিপাই। গোলরক্ষক হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি। বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ডাচ ফরোয়ার্ড মেমফিসের এটাই প্রথম গোল।

৮৬তম মিনিটে ডি ইয়ংয়ের পাস থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন ডিপাই। কিন্তু আড়াআড়ি শট একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি। যোগ করা সময়ে দলকে বাঁচাতে ডি-বক্সের ঠিক বাইরে নিকো উইলিয়ামসকে ফাউল করে লাল কার্ড দেখেন গার্সিয়া। ফ্রি কিক থেকে তেমন কিছু করতে পারেনি বিলবাও।

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র’তেই লা লিগার দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বার্সাকে। এরআগে  ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কাতালান ক্লাবটি।

লা লিগার দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের অবস্থান ৯ নম্বরে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম