বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিআরটিসির লাল বাস থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন আইন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী নূরে জান্নাত পলি। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২ টার বাস বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে শহরে যাওয়ার সময় কুমিল্লার দৌলতপুর নামক জায়গায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দৌলতপুরের আগে ইনসাফ হাউজিং এর সামনে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে তিনি পড়ে যায়। সাথে সাথেই তার ডান পায়ের আঙ্গুলের উপর দিয়ে বাসের সামনের চাকাটি চলে যায়। পরবর্তীতে রাতে আঙ্গুলে তীব্র ব্যাথা অনুভূত হলে এক্স-রে করলে বুঝা যায় হাড় ভেঙ্গে গেছে।
এই ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী নূরে জান্নাত পলি বলেন, আমি এবং আমার ফ্রেন্ড সামনে থেকে মামাকে বার বার নামিয়ে দেওয়ার জন্য বলছিলাম। কিন্তু মামা আমাদের কথার কোন কোন জবাব দেন নি। দৌলতপুরের কাছে এসে গাড়ির গতি কিছুটা কমে আসলে আমি নামতে যাওয়ার সময় পড়ে যাই। তারপর বাসের সামনের চাকা আমার পায়ের উপর দিয়ে যায়। রাতেও আমার পায়ের ব্যাথা না কমায় সন্দেহ হয় এবং এক্স-রে করি। তখন জানতে পারলাম যে আমার আঙ্গুলের হাড় ভেঙ্গে গেছে।’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তাছাড়া বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বিভাগের স্যারদের সাথে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবো। ‘
দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে চালক নূরুল হুদা বলেন, মেয়েটি আমাকে বলেছে নামিয়ে দেওয়ার জন্য। তাকে আমি বলেছি স্টপেজ তো একটু সামনে। আপনি ওইখানে নামেন। তারপর আমি গাড়ি থামানোর আগেই মেয়েটি লাফ দিয়ে নেমে যায়। মোড় ঘুরার জন্য গাড়ির গতি কিছুটা কমলেই সে নেমে পড়ে যা একেবারেই অপ্রত্যাশিত ছিলো। হার্ড ব্রেক করলেও গাড়িটি থামতে ১/২ সেকেন্ড সময় লাগে, তখনই মেয়েটি ব্যাথা পেয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে পরিবহন পুলের কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এই ঘটনার ব্যাপারে অভিযোগ পাই নি। যদি কোন অভিযোগ পাই তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিবো। ‘
বিএনএ/এ.এ/এইচ.এম।