21 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » হাওরে বাড়ছেই পানি

হাওরে বাড়ছেই পানি

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও শুকনো খাবার বরাদ্দ

বিএনএ,ডেস্কঃ হবিগঞ্জ জেলায় বানের পানিতে নতুন আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যাকবলিত হয়েছে ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন।

মঙ্গলবার (২১ জুন) বিষয়টি জানান
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন। তিনি জানান, সোমবার কুশিয়ারা নদীর পানি স্থির ছিল। মাঝেমধ্যে এক সেন্টিমিটার বাড়লেও আবার কমে যাচ্ছে। তবে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার লোকালয়ে বন্যার পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি ছিল বিপৎসীমার নিচে।

জেলা প্রশাসন জানায়, জেলার আজমিরীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলার ১১টি, বানিয়াচং উপজেলার ১৫টি, লাখাইয়ে ৬টি, হবিগঞ্জ সদরে ৬টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার ১টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।

১৭৩টি আশ্রয়কেন্দ্রে ১৩ হাজার ২৮৯ পরিবার উঠেছেন। যদিও বাস্তবে জেলার প্রায় ৫০ শতাংশ বন্যাকবলিত, তবে সরকারি হিসেবে পানিবন্দী পরিবারের সংখ্যা ১৬ হাজার ৮৫টি।

উল্লেখ, মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে ১০ লাখ টাকা, ১৪৫ মেট্রিক টন চাল এবং ২ হাজার প্যাকেট শুকনো খাবার দুর্গতদের জন্য বরাদ্দ হয়েছে।  চিকিৎসার জন্য ২৯টি মেডিক্যাল টিম কাজ করছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ