22 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মোদীর বাড়িতে তিন বাহিনীর প্রধান

মোদীর বাড়িতে তিন বাহিনীর প্রধান


বিএনএ, বিশ্বডেস্কঃ ভারতে সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে  বিক্ষোভ। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বিশেষ বৈঠকে যোগ দিতেই তাঁর বাসভবনে আসেন ভারতীয় সশস্ত্রবাহিনীর তিন বাহিনীর প্রধানেরা।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় দিল্লির সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এসে উপস্থিত হন ভারতীয় সেনা প্রধান মনোজ পাণ্ডে, নৌ প্রধান হরিকুমার এবং বিমানবাহিনীর প্রধান চৌধারি। তবে বৈঠকের বিষয় অগ্নিপথ প্রকল্প কি না, তা জানা যায়নি।

অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের মধ্যে রোববার ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আগামীতে সেনায় নিয়োগ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই হবে। বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অগ্নিপথ প্রকল্পে আবেদনকারীদের মুচলেকা দিয়ে বলতে হবে, তাঁরা কোনো হিংসাত্মক আন্দোলনে অংশ নেননি। এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের বিরুদ্ধে পুলিশের খাতায় সরকারি সম্পদ নষ্টের অভিযোগ উঠেছে, তাঁরা কোনোভাবেই সেনায় চাকরি পাবেন না।

প্রসঙ্গত গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং  অগ্নিপথ প্রকল্পের উদ্বোধন করেন। যেখানে দেশের সেনা বাহিনীর জন্য চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ করা হবে বলে জানানো হয়। রাজনাথ সিংয়ের ঘোষণার পর থেকেই প্রায় গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ