বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার সঙ্গে আর আলোচনায় বসবে না উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, আমেরিকার আলোচনার স্বপ্ন পূরণ হবে না।
তিনি বলেন, আমেরিকা আলোচনায় বসার অনর্থক চেষ্টা চালাচ্ছে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেছেন।
জ্যাক সুলিভান দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতার পক্ষ কূটনৈতিক পন্থার বিষয়ে খুবই আকর্ষণীয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এরপর গতকাল আমেরিকার উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি সুংগ কিম বলেছেন, নিঃশর্তভাবে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। এমনকি উত্তর কোরিয়া যখন-যেখানে আলোচনার জন্য ডাকবে সেখানেই যাবে আমেরিকা।
মার্কিন ঐ কর্মকর্তা উত্তর কোরিয়ার পক্ষ থেকে একটি জরুরি ইতিবাচক প্রতিক্রিয়াও আশা করেছিলেন। আর এরপরই আলোচনার সম্ভাবনা নাকচ করলেন উত্তর কোরিয়ার নেতার বোন। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।