18 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও ৭৬ জনের মৃত্যু

করোনায় আরও ৭৬ জনের মৃত্যু

করোনা, বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৬৬ হাজার

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৭৬ জন।  এ নিয়ে করোনায় দেশে ১৩ হাজার ৭০২ জনের প্রাণহানি হলো। একই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৪ হাজার ৮৪৬ জনের শরীরে।  আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

মঙ্গলবার (২২ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে আরও ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

এর আগে, গতকাল ৪ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৬ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, আট জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩৭ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ