24 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান কে হচ্ছেন ? জাবেদ না ওয়াসিকার প্রার্থী

আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান কে হচ্ছেন ? জাবেদ না ওয়াসিকার প্রার্থী

আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান কে হচ্ছেন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত দুই বারের উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বীতাহীন হলেও রাজনৈতিক নানা কারণে  এবারের উপজেলা পরিষদ নির্বাচন জাবেদ- ওয়াসিকার জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৯ মে ২০২৪ তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা পরিষদ  নির্বাচন।

এদিকে নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকী থাকতে শেষ মুহুর্তে এসে সাবেক ভূমিমন্ত্রী স্থানীয় সংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আস্থা রেখেছেন গত দুই বারের উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী  ওপর। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীকে বসিয়ে তৌহিদুল হক চৌধুরীকে বিজয়ী করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

উপজেলা  নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবার চেয়ারম্যান পদে তৌহিদুল হক চৌধুরী-দোয়াত কলম , অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী -মোটরসাইকেল ও কাজী মোজাম্মেল হক, আনারস  প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আওয়ামী লীগের সর্মথনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরপর দুইবার আনোয়ারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তৌহিদুল হক চৌধুরী। তার প্রত্যাশা ছিল এবারও  তিনি শুরু থেকে সাংসদের সমর্থন পাবেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চট্টগ্রামের সার্সন রোডস্থ বাসভবনে গত পহেলা মে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

দুই পরিবারের ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা 

এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণার চেয়ে আওয়ামী লীগের একসময়কার প্রভাবশালী প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও আতাউর রহমান খান কায়সার এর দুই পরিবারের ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা  বেড়েই চলছে।

ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সমর্থন দিয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হককে। সব মিলিয়ে খুব অল্প সময়ে তিনি একটি শক্ত ভিত তৈরি করেছেন। এই অবস্থায় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন সাবেক ও বর্তমান দুই মন্ত্রীর প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

দেখা যাচ্ছে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের একক প্রার্থী থাকলেও বাবু পরিবার সমর্থিত  দুই প্রার্থী হওয়ায় অনেকটা এই পরিবার থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে এই দুই প্রার্থীকে নিয়ে আনোয়ারার বাবু পরিবারের নেতাকর্মীদের সমন্বয় করার উদ্যোগ নেন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এনিয়ে গত ২০ মে সন্ধ্যায় সাইফুজ্জামান চৌধুরীর সার্সন রোডস্থ বাসভবনে বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেন। সেখানে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তৌহিদুল হক চৌধুরীকে নতুন করে সমর্থন দেন।

মান্নান চৌধুরী মাইনাস,তৌহিদুল হক চৌধুরী ইন

সেখানে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। এসময় মান্নান চৌধুরীসহ সকলকে নেতাকর্মীদের  সমন্বয় করে তৌহিদুল হক চৌধুরীকে সমর্থন দিতে বলেন। তৌহিদুল হক চৌধুরীকে বিজয় করতে এক যোগে সবাইকে কাজ করতে নির্দেশনা দেন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফলে ত্রিমুখী লড়াই থেকে এখন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন হবে দ্বিমুখী লড়াইয়ে।

এদিকে ২০ মে রাতে জাবেদের চূড়ান্ত নির্দেশনা শোনার জন্য সন্ধ্যা থেকে বাসবভনে কয়েকশ নেতাকর্মী জড়ো হন। ঘোষণার পর পর নেতাকর্মীরা সাবেক এই মন্ত্রী জাবেদকে উনার প্রার্থীর জন্য  এক সাথে কাজ করার আশ্বাস দেন। উনার সিন্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান নেতাকর্মীরা।

দুই পরিবারের ভোটের লড়াই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগামী ২৯ মে হবে তৌহিদুল হক চৌধুরী এবং কাজী মোজাম্মেল হকের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দুই পরিবারের ভোটের লড়াই। আর ভোটের  লড়াইয়ে বিজয় মিছিল কারা বের করবে তা নিশ্চিত করবেন স্থানীয় ভোটাররা। ভোটারদের রায়ের মাধ্যমে আগামী ২৯ মে নিশ্চিত হবে তৌহিদুলের হেট্রিক জয় নাকি মোজাম্মেলের অভিষেক।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পিতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এর পিতা মরহুম আতাউর রহমান খান কায়সার ছিলেন দলের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, সাবেক রাষ্ট্রদূত।

বিএনএনিউজ/ নাবিদ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ