19 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কোটি টাকার ইয়াবাসহ আটক তৃতীয় লিঙ্গের ৮ জন

কোটি টাকার ইয়াবাসহ আটক তৃতীয় লিঙ্গের ৮ জন


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ৩৫ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের আটজনকে আটক করেছে র‍্যাব–১১। সোমবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাবের স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম। গতকাল রোববার রাতে বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন–রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), প্রিয়া (২৪), আল আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) ও ফারুক ওরফে রিয়ামনি (২৫)।

এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের মূল হোতাসহ সবাই তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানা দিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ