22 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ছেলের রেজাল্টের পোস্ট দিয়ে বেকায়দায় চবির সেই কর্মকর্তা

ছেলের রেজাল্টের পোস্ট দিয়ে বেকায়দায় চবির সেই কর্মকর্তা


বিএনএ, চবিঃ ফলাফল প্রকাশ করার আগেই ছেলের ফল পেয়ে রোববার রাতে ফেইসবুকে পোস্ট করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কশীট শাখায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এক কর্মকর্তা। সোমবার (২২ মে) চবির ‘এ’ ইউনিটের ফলাফল সকালে প্রকাশ করা হয়। এতে দেখা যায় ওই কর্মকর্তা ফলাফল যা প্রকাশ করেছিলেন তার সাথে হুবহু মিলে গেছে।

এর আগে রোববার (২১ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তিনি ছেলের ‘এ’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিজের ফেইসবুক একাউন্টে পোস্ট করেন ওই কর্মকর্তা। জানা গেছে, ওই কর্মকর্তার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন।

ফেইসবুক পোস্টে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit ( সায়েন্স ফ্যাকাল্টি ) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী”।

ফলাফল কিভাবে পেয়েছেন এমন বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আমাকে মাফ করেন। আমার ছেলে ওয়েবসাইট থেকে দেখে আমাকে জানালে আমি ফেইসবুকে পোস্ট করি। এটা উড়ো খবর ছিল। এর জন্য হয়তো আমার চাকরিই চলে যাবে। বিগত ৩০ বছর আমি সততার সাথে কাজ করেছি। এমন কোন কাজ করিনি যা অনৈতিক।

এদিকে ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ওই কর্মকর্তাকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, তিন কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। উনার জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ইউনিটের কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সে কীভাবে ফলাফল প্রকাশের আগেই জানতে পারলো, তাকে ফলাফল কে দিলো এগুলো যাচাই-বাছাই চলছে। দোষ প্রমাণিত হলে পরবর্তী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৬ এবং ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’দিনে চার শিফটে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র