20 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চবির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

চবির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত


বিএনএ,চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টা থেকে ফলাফল দেখতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, ফলাফল চবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) ফলাফল দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হয়েছে।

সেখানে দেওয়া গুগল ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। পাশাপাশি (https://ictcell.cu.ac.bd/result22-23/) লিংক থেকেও ফলাফল দেখা যাবে।

এর আগে রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে সংক্ষিপ্ত এক নোটিশে জানানো হয়। এতে বলা হয়, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল সোমবার সাড়ে ১১টায় প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। দু’দিনে চার শিফট মিলিয়ে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭০৪ পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ