18 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদের মাটিতে গাছ!

চাঁদের মাটিতে গাছ!


বিএনএ ডেস্ক : চাঁদ থেকে সংগ্রহ করা মাটিতে গাছ লাগিয়ে প্রথমবারের মতো সফল হলেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গিয়েছে চাঁদের মাটিতেও গাছের চারা অঙ্কুরিত ও বাড়তে পারে।

এছাড়া লুনার রিগোলিথ নামে পরিচিত চাঁদের মাটিতে গাছগুলো কিভাবে জৈবিকভাবে সাড়া দেয় এই গবেষণাটিতে সে বিষয়টিও অনুসন্ধান করে দেখেছেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য, পৃথিবীর তুলনায় চাঁদের মাটি অনেকটাই ভিন্ন।চাঁদের মাটিতে গাছ লাগানোর পরীক্ষাটি শুরুতে কঠিন ছিলো।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের গবেষকরা গত ১১ বছরে মোট তিনবার নাসা’কে চাঁদ থেকে মাটি এনে দেয়ার অনুরোধ করেছিলেন। অবশেষে চাঁদ থেকে তাদেরকে মাত্র ১২ গ্রাম (কয়েক চা চামুচ) মাটি এনে দেয়া হয়। এই মাটি দিয়েই তারা গাছ লাগানোর পরীক্ষাটি সম্পন্ন করেন।

বিশেষভাবে নির্মিত পাত্রে রাখা চাঁদের মাটিতে গাছগুলো জন্মাতে পানি, প্রয়োজনীয় পুষ্টি এবং সূর্যালোক ছাড়া কিছুই ব্যবহৃত হয় নি। তবে গবেষকরা জানিয়েছেন তারা মনে করেন এই বর্হিজাগতিক মাটিতে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পায় নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ