27 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনে পরাজয়ের পর সরকারি বাসা ছাড়লেন স্কট মরিসন

নির্বাচনে পরাজয়ের পর সরকারি বাসা ছাড়লেন স্কট মরিসন

স্কট মরিসন

স্কট মরিসনের মা ম্যারিয়ন বিদায়কালে বাড়ির নিরাপত্তা কর্মকর্তাদের সাথে কথা বলেন
স্কট মরিসনের মা ম্যারিয়ন বিদায়কালে বাড়ির নিরাপত্তা কর্মকর্তাদের সাথে কথা বলেন

বিশ্ব ডেস্ক:  অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন নির্বাচনে পরাজয়ের পর রোববার(২২মে)সকালে স্ত্রী ও মাকে নিয়ে সরকারি বাসভবন Kirribilli House ত্যাগ করেন। স্কট মরিসনের দলকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন জয় পেয়েছে ৫২ টি আসনে এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।    ছবি: NCA NewsWire / Simon Bullard

সূত্র : স্কাইনিউজ অস্ট্রেলিয়া।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ