27 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের দোনেৎস্কে বিশ্ববিদ্যালয় ধ্বংস

ইউক্রেনের দোনেৎস্কে বিশ্ববিদ্যালয় ধ্বংস

দোনেৎস্কের একটি বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে রুশ বাহিনী। রাতভর বোমাবর্ষণের পর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শহরটির একাধিক আবাসিক ভবন ও একটি বিশ্ববিদ্যালয়।

ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোয় বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, খুব শিগগিরই লুহানস্ক অঞ্চলটি ইউক্রেনের কবল থেকে পুরোপুরি মুক্ত হবে। লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ জোরদার হয়েছে। এর ফলে শিগগিরই এ অঞ্চলটি পুরোপুরি মুক্ত হতে যাচ্ছে। রুশ ভাষাভাষী অধ্যুষিত লুহানস্ক অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘যে কারো জন্যই জয় খুবই কঠিন হবে। তাই আমরা মনে করি, কূটনৈতিক সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করাই ভালো। কিয়েভ বরাবরই আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনার টেবিলে না বসলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’

বিএনএনিউজ২৪/ এস. জিএন

Loading


শিরোনাম বিএনএ