বিএনএ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ইমাম হোসেন দুলাল (৩৬) নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার(২২মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সে একই ইউনিয়নের হাতিলোটা গ্রামের সমিজ উদ্দিন মোল্লা বাড়ির আহামদুর রহমানের ছেলে। নিহতের শাশুড়ি হোসনে আরা বেগম বলেন, সকালে আমাদের বিল্ডিং এর দ্বিতল ভবনে মিস্ত্রিরা বিদ্যুতের কাজ করছিলেন। কিছুক্ষন কাজ করার পর মিস্ত্রিরা চা খেতে গেলে আমার মেয়ের জামাই দুলাল ড্রিল মেশিন দিয়ে দেওয়ালে ছিদ্র করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিলোটা এলাকার ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির বলেন,নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে একটি আবেদন করা হয়েছে। অনুমতি পেলে নিহতের লাশ বাড়িতে নিয়ে দাফণ করা হবে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে নিহত যুবকের লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে নিহতের স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ পেতে লিখিত আবেদন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সবুজ শর্মা শাকিল,