22 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে চীনের উপহার আরও ৬ লাখ টিকা

বাংলাদেশকে চীনের উপহার আরও ৬ লাখ টিকা


বিএনএ, ঢাকা : চীনের উপহার হিসেবে বাংলাদেশকে আরো ছয় লাখ ডোজ টিকা দেবে চীন। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই খবর জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন।

এ‌তে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন। তারই প‌রি‌প্রেক্ষি‌তে টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান ওয়াং ই।

১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। ওই সময় সিনোফার্মের এই টিকাসহ ও এডি সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন।

এদিকে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ