বিএনএ, চট্টগ্রাম: চার মাসের শূন্যতা শেষে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পেয়েছে নতুন উপাচার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস এম নছরুল কাদিরকে প্রিমিয়ারের ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. এস এম নছরুল কাদির এর বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া।
২০২৩ সালের ৬ ডিসেম্বর অধ্যাপক ড. অনুপম সেন উপাচার্য পদ থেকে পদত্যাগ করলে একইসঙ্গে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে।
এরই মধ্যে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফেরত পায় চট্টগ্রাম সিটি করপোরেশন। আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরিবারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল বিশ্ববিদ্যালয়টি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই নিয়ন্ত্রণ বদলায়।
নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী অধ্যাপক ড. এস এম নছরুল কাদিরকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নির্ধারিত বেতন-ভাতা ও সুবিধাদি ভোগ করবেন এবং প্রযোজ্য আইনের আওতায় দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক কাদির বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চবি সিন্ডিকেট সদস্য, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী