27.8 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষের বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২৪

বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষের বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২৪

বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষের বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ২৪

বিএনএ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ১ নম্বর ওয়ার্ড এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দুইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জনের অধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ নয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত ও গুলিবিদ্ধরা হলেন- মোহাম্মদ ফোরকান (৩০), মোহাম্মদ মাহিম (১৮), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০), মোহাম্মদ রুবেল (৩১), জমির উদ্দীন (৫০) ও আবদুল করিম (৪৫)

ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, ‘সরলের লবণমাঠ দখল নিয়ে স্থানীয় দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে আসছে। আধিপত্য বিস্তার করে মাঠ দখলকে কেন্দ্র করে এ ঘটনা বহুবার ঘটলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।’

মঙ্গলবার বেলা দুইটার দিকে একই এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় নতুন বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা। কয়েকটি দোকান থেকে মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

এ ঘটনার বেশকয়েকটি ধারণকৃত ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওসব ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা এক যুবক নিজের মুখ ও হাতের ক্ষতস্থান দেখিয়ে সাহায্য চাইছেন। তিনি গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে বলছিলেন, ‘দেখেন ওরা গুলি করতেছে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। আমি বাজারে চা খাওয়ার জন্য এসে গুলি খেয়েছি। আমি হাতে গুলি খেয়েছি, পায়ে গুলি খেয়েছি। দেখেন, ওরা গুলিটুলি নিয়ে সবাই প্রস্তুত। লুকিয়ে লুকিয়ে আমাদের গুলি করতেছে।’

আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, ‘তরুণ এক ছেলে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে, বৃদ্ধ এক লোকের পিঠে গুলির আঁচড়ে রক্ত বের হচ্ছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ঢিল ছুঁড়তে দেখা যায়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের সময় গোলাগুলির শব্দ মনে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।’

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ