28 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সাগর-রুনি হত্যা মামলায় ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট

সাগর-রুনি হত্যা মামলায় ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট

সাগর-রুনি হত্যা মামলায় ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট

বিএনএ  ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট ডিবি অফিসে আগুন দেওয়া হয়। তখন অনেক রেকর্ডের সঙ্গে সাগর-রুনি হত্যা মামলার অনেক নথিও পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ এ তথ‍্য দেন। তবে তদন্তের গোপনীয়তার স্বার্থে অগ্রগতি আদালতে উপস্থাপন করেন তিনি।

এসময় রাষ্ট্রপক্ষে আরশাদুর রউফ তদন্ত সম্পন্ন করতে ৯ মাস সময় চান। তিনি আদালতকে বলেন, তদন্তের অগ্রগতি হয়েছে। আরও সময় দরকার।পরে আদালত সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় করা এ মামলার তদন্তে ৬ মাস সময় মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। অন‍্যদিকে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।

মামলার রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, মামলাটির তদন্ত বারবার পেছায়। এতে জনমনে খারাপ বার্তা যায়।

পিবিআই দাবি করেছে, কেউ কেউ ডিবিতে থাকা নথি পুড়ে যাওয়ার খবর প্রকাশ করেছে তা সঠিক নয়। আগুনে পুড়ে যাওয়ার কথা বলা হয় নাই। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেছেন, ডিবির অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি ও ডকুমেন্টস খুঁজে পাওয়া সময়সাপেক্ষ।

এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

কমিটিতে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি ও র‌্যাবের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিএননিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ