32 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় বৈশাখী মেলায় জুয়ার আসর

আনোয়ারায় বৈশাখী মেলায় জুয়ার আসর


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “ঐতিহ্যবাহী চাতরী বৈশাখী মেলায়” বলি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে পাল্লা দিয়ে সমান তালে চলছে জুয়ার আসর।

শনিবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া দু’দিন ব্যাপী এই বৈশাখী মেলায় দিনদুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের দর্শণার্থীরা “ডাবু খেলা”, “পয়সা খেলা”, “চাক্কি খেলা” নামের বিভিন্ন ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে।

সরেজমিনে ২১ এপ্রিল বিকেলে উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিলে অনুষ্ঠিত মেলায় গিয়ে দেখা যায় গোল ধরে ছোট থেকে যুবক-বৃদ্ধ লোকেরা এসব “ডাবু খেলা”, “পয়সা খেলা”, “চাক্কি খেলা”য় অংশ গ্রহণ করছে। কেউ জিতছে আবার কেউবা হেরে ফতুর হচ্ছে। এসব জুয়া খেলা দেখে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় দর্শণার্থী জানান, দীর্ঘদিন পর এই ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষ্যে পুরো এলাকা উৎসবে রূপ নিয়েছে। কিন্তু কিছু দুষ্টু চক্রের লোকের কারণে মেলার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে।

মেলায় জুয়ার খেলার বিষয়ে মেলার আয়োজক স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন সোহেল জানান, “আমরা মেলার পূর্ব পাশে বলী খেলায় ছিলাম। সেখান থেকে আসতে মেলার পশ্চিম পাশে দেখি দুইটা বোর্ড বসিয়েছে। এরপর তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছি।”

মেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, “ইউএনও সাহেব মেলার অনুমতি দিয়েছেন তাই এবিষয়ে আপনি ওনার সাথে কথা বলেন”।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, “মেলায় জুয়া খেলা চলারতো কোনো সুযোগ নেই, চাতরীর চেয়ারম্যানকে এ বিষয়ে জিজ্ঞেস করেন।”

বিএনএনিউজ/নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ