18 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে হাতির পদতলে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহে হাতির পদতলে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সিমান্তবর্তী এলাকায় হাতির পদতলে পিষ্ট হয়ে ফরজুল ইসলাম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফরজুল ইসলাম ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

হালুয়াঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, ইউনিয়নের সীমান্তে কাটাবাড়ি গ্রামের ভিক্টিম নিহত ফরজুল হক একজন কৃষক। সে ওই গ্রামে ধান চাষ করেন। ঘটনার দিন বিকালে পাহাড় থেকে হাতির পাল নেমে ধানের ক্ষতি করছিল। পরে ফরজুল হক স্থানীয় আরও লোকজন নিয়ে হাতি তাড়াতে যায়। হাতি তাড়ানোর একপর্যায়ে উল্টো তাদের তাড়া করে। হাতির তাড়ায় অন্যরা আসতে পারলেও ফরজুল ফিরে আসতে পারেনি। পরে হাতির পালের পদতলে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় ফরজুল। হাতির পাল চলে গেলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্খায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরজুলের মৃত্যু হয়।

ওসি মো. শাহীনুজ্জামান খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলা দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির পদতলে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম