17 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের


বিএনএ, ডেস্ক : সুন্দরবনের মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মন্টু গাজী (৪৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন।নিহত মৌয়াল মন্টু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।

মন্টু গাজীর সহযোগী মৌয়াল রুহুল আমিন শনিবার (২২ এপ্রিল) লোকালয়ে ফিরে জানান, মধু সংগ্রহ করতে সুন্দরবনের ভারতীয় অংশে গিয়ে গত ১৬ এপ্রিল তাদের নৌকাটি খোয়া যায়। এরপর ১৯ এপ্রিল তারা ভেলায় চেপে নদীতে ভাসতে ভাসতে তালপট্টি এলাকায় পৌঁছান। সেখান থেকেই মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে গেছে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নূর আলম বলেন, মন্টু গাজীসহ মোট ১১ জন ১ এপ্রিল পাস নিয়ে বনে গিয়েছিলেন। ফিরে আসা অন্য মৌয়ালদের কাছ থেকে তারা জানতে পেরেছেন মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ