28 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে একটি প্লাষ্টিকের বালতির ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২১ এপ্রিল) হ্নীলা ইউনিয়নের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া ইয়াবাগুলো উদ্ধার করে।

টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্নীলা ইউনিয়নের লেদা লামারপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন খবর পায় বিজিবি। সকাল সাড়ে ৮টার দিকে এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের বালতি হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তার দিকে অগ্রসর হয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বালতিটি ফেলে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় সে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের বালতির ভিতর হতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও ইসরায়েল কতবার আল জাজিরার কার্যক্রম বন্ধ করেছে?