বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদের একটি বহুতল ভবনে লিফটে আটকে পড়া আটজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২১ এপ্রিল) পৌনে ৭টার দিকে আজিম ভবনে এ ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, গ্রিনভিউ আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় লিফটের ভেতরে আটজন আটকা পড়েন। প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা ৫ মিনিট চেষ্টা করেও আটকে পড়াদের উদ্ধার করতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিফট ভেঙে আটজনকে উদ্ধার করে। আটজন লিফটে প্রায় ১৫ মিনিটের মতো আটকা অবস্থায় ছিলেন। আটকে পড়া সবাই সুস্থ আছেন।
বিএনএনিউজ/এইচ.এম।