বিএনএ, বরিশাল :বরিশালে চিকিৎসা কর্মীদের জন্য যাতায়াতের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বুধবার(২২ এপ্রিল) সকাল থেকে তিনটি বাস শেবাচিম হাসপাতাল সংশ্লিষ্ট সকলকে আনা নেওয়ার কাজ শুরু করে।
হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, তিনটি বাসের মধ্যে দুইটি বাস করোনা ওয়ার্ডে দায়িত্বরতদের জন্য এবং একটি বাস হাসপাতালের অন্য ওয়ার্ডগুলোতে দায়িত্বরতদের আনা নেওয়ার জন্য দেয়া হয়েছে।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের নেতৃবৃন্দ বাস সার্ভিস চালু হওয়ায় মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 130