20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরও ২৭৮

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরও ২৭৮

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ২৭৮ জন। আক্রান্তদের মধ্যে নগরের ২২৩ জন এবং উপজেলার ৫৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৩৯ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৩ জন। তারা সবাই নগরের বাসিন্দা। বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

 ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষায় ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৯৮টি নমুনা পরীক্ষায় ৬২ জন,  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ‌ল্যাবে ২৭১টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষায় ৫১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ৪১ জন, বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৩টি নমুনা পরীক্ষায় ৪২ জন, আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪১টি নমুনা পরীক্ষায় ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়নি কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে।

চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়েছে ২৭৮ জন। এতে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৩৯ জন। যাদের নগরের ৩৮ হাজার ৬৪৭ জন এবং উপজেলার ৯ হাজার ৪৯২ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা হয়েছে ৪৮০ জন। যাদের মধ্যে নগরের ৩৩৮ জন এবং উপজেলার ১২২ জন

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ